Logo
×

Follow Us

জলবায়ু পরিবর্তন

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জরুরি নির্দেশনা, কন্ট্রোলরুম চালু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১, ১৮:৫৯

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় জরুরি নির্দেশনা, কন্ট্রোলরুম চালু

ফাইল ছবি।

আসন্ন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় কন্ট্রোলরুম চালুসহ জরুরি নির্দেশনা দিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর  নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এই কার্যক্রম মনিটরিং করার জন্য একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে।’

রবিবার (২৩ মে) সকালে ঢাকায় সচিবালয়ে জরুরি নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে এক জরুরি সভা করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

সভায় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা ও দেশের উপকূলীয় জেলাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স শেষে  পানিসম্পদ উপমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি জানান, ‘ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আগাম সকল প্রস্তুতি গ্রহণের পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। যাতে মানুষের জানমাল সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। উপকূলীয় এলাকায় যে সব নদী ভাঙন হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব এলাকার জনপ্রতিনিধিদের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং বারবার করে বলা হয়েছে যেকোনো পরিস্থিতিতে নদী ভাঙন, বাঁধ ভাঙনের সংবাদ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। এছাড়াও সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্ট্রোলরুম চালু
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০। রবিবার (২৩ মে) মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫